শার্শা সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ

    0
    73

    যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে যান।স্থানীয় কৃষক আলমগীর হোসেন জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান ভারত সীমান্তের তারকাটা বেড়ার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। কিছুক্ষণ পর বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধারের জন্য যান। তবে মরদেহ ভারতের অংশে পড়ে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সেটি সনাক্ত করা সম্ভব হয়নি।ধ্যাণ্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ বিএসএফ কর্তৃক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ভারত সীমান্তে এ ঘটনা ঘটেছে। তারা এ সম্পর্কে কিছু জানতে পারেননি।