শিশু খাদ্যের দাম লাগামহীন, অপুষ্টির ঝুঁকিতে শিশুরা

    0
    14


    ইট-কাঠের-পাথরের এই যান্ত্রিক শহরে কোটি মানুষের বসবাস। নতুন দিনের স্বপ্নে এই ব্যস্ত নগরীতেই ঘর বেঁধেছেন তৌফিক ও ঐশী দম্পতির। ঘর আলো করে আছে দুই সন্তানও। আয়ের হিসাবে মোটামুটি স্বচ্ছল হলেও বর্তমানে দুই

    ঐশী জানান, গেল কয়েক মাসে কয়েক দফায় বেড়েছে শিশু খাদ্যের মূল্য। কিন্তু দুই সন্তানের পুষ্টি চাহিদা মেটাতে বাধ্য হয়েই উচ্চমূল্যে কিনতে হচ্ছে শিশু খাদ্যসমূহ। কারণ, নানা সীমাবদ্ধতার কারণে চাইলেও স্বাভাবিক খাবারে অভ্যস্ত করা যাচ্ছেনা ছয় মাস থেকে ২ বছরের শিশুদের।

    আয় তুলনায় ব্যয়ের অসামঞ্জস্যতায় হিমশিম খাওয়া তৌফিক জানান, ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। শিশু খাদ্যের জন্য এখন বন্ধ করেছেন সাপ্তাহিক বিনোদন ব্যয়। কারণ, নিজেদের খাবারসহ বিভিন্ন খাতের থেকে একটি বড় অংশ এখন ব্যয় করতে হচ্ছে শিশুদের পুষ্টি নিশ্চিতে।