শেষ কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কম

0
21

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম। সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, অনেক কক্ষই ফাঁকা। কোনো কোনো কক্ষে স্বাভাবিকের চেয়ে কম কর্মচারীদের অফিস করতে দেখা গেছে।

২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। সে অনুযায়ী ২০, ২১ ও ২২ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপিস্থিতি কম। যে কক্ষগুলোতে একাধিক প্রশাসনিক কর্মকর্তাকের বসতে হয়, সেখানে অনেকেই অনুপস্থিত।