সংসদে ইসি গঠন বিল পাস

0
14

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চলমান সংসদের ১৬তম অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে কিছুটা কাটছাঁট করে জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি বিবেচনার জন্য প্রস্তাব করলে স্পিকার তা অনুমোদন দেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিরোধী দলীয় কয়েকজন এমপি বিলটি জনমত যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাব তুললে তা নাকচ হয়ে যায়।

বিলটি সংসদে পাসের পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দিলে সেটি আইনে পরিণত হবে। এর পর গেজেট আকারে প্রকাশ হলেই এই আইনের অধীনেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন। সার্চ কমিটির সুপারিশের পর নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত রোববার বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর বুধবার বিলটিতে দুটি পরিবর্তনের সুপারিশসহ প্রতিবেদন সংসদে তোলেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।