সিআরবি নয়, পরিত্যক্ত হাজী ক্যাম্পেই করা যায় হাসপাতাল

    0
    70

    স্টাফ করেসপন্ডেন্ট :: প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হাজী ক্যাম্প।

    চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্প। এক সময় হাজার হাজার হাজীর মিলন মেলা ছিল এই ক্যাম্পে। কিন্ত সময়ের পালাবদলে এই ক্যাম্প এখন পরিত্যাক্ত।
    সরেজমিনে নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্পে গেলে দেখা মেলে এটির বেহাল দশা।

    ১৯৫০ সালে পাহাড়তলীতে ৯ দশমিক ৩৫ একর জমি অধিগ্রহণ করে তৎসময়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ৭টি পিলগ্রিম ব্লকে ৫ হাজার হজযাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন হাজী ক্যাম্প নির্মাণ করে ধর্ম মন্ত্রণালয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের একমাত্র হাজী ক্যাম্প।

    হাজার বছরের বট বৃক্ষ কেটে প্রাকৃতিক সৌন্দর্য নস্ট করে, মানুষের স্বাস প্রশ্বাস নেওয়ার একটি জায়গা সিআরবিকে ধ্বংস করে হাসপাতাল তৈরীর পরিকল্পনা বাদ দিয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড পাহাড়তলী হাজী ক‍্যাম্প পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঐ জায়গায় এই হাসপাতালের প্রজেক্ট হস্তান্তর করলে ভালো হয়।”

    নগরীর দেওয়ান হাট থেকে অলংকার, সিটি গেইট হালিশহর এর মধ্যে ভালো কোন হাসপাতাল নেই। যার কারনে এখানকার সকল মানুষকে যেতে হয় দূরের সব হাসপাতালে। তাই এই এলাকায় ভালো মানের একটা হাসপাতাল করলে সকল মানুষের উপকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।