সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯

    0
    55

    চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে৪০০ জন চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে।

    শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।

    চমেক হাসপাতাল থেকে জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২১ কর্মী, ১৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি রয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।

    সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ পর্যন্ত শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে।

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরাও সার্বক্ষণিকভাবে তদারকি করছি।

    এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। রোববার (৫ জুন) ভোররাত ৪টার দিকে আগুন নেভানোর কাজ সাময়িক স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন কমেছিল। তবে হঠাৎ করে কয়েকটি কনটেইনারে বিস্ফোরণে হয়ে আবার আগুন ছড়িয়ে পড়েছে। এছাড়া ডিপো এলাকায় পানির সংকট রয়েছে।

    আগুন লাগার ঘটনাস্থল থেকে জানান, রাত সাড়ে ১০টা থেকে একের পর এক জ্বলছে কনটেইনার। আগুন ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পরে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট।