সীমান্তের ওপারে আম কুড়াতে গিয়ে খাসিয়ার গুলিতে বাংলাদেশির মৃত্যু

    0
    189

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের ১২৬৩ নম্বর পিলারের কাছে ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

    বুধবার (১০ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ইউনিয়নের কুলুম ছড়ার পার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আহাদ জানান, বুধবার সকাল ৯টার দিকে মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম কুড়াতে যান। দুপুর ১২টার দিকে মিন্টু মিয়ার পরিবারকে স্থানীয়রা খবর দেন যে খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে মিন্টু মিয়ার পরিবার পরিজনসহ স্থানীয়রা মিলে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মিন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে বিকাল ৩টায় মিন্টু মিয়ার মৃতদেহ তার বাড়ি নিয়ে আসেন।

    বুধবার (১০ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কুলুম ছড়ার পার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ইউনিয়নের কুলুম ছড়ার পার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আহাদ জানান, বুধবার সকাল ৯টার দিকে মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম কুড়াতে যান। দুপুর ১২টার দিকে মিন্টু মিয়ার পরিবারকে স্থানীয়রা খবর দেন যে খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে মিন্টু মিয়ার পরিবার পরিজনসহ স্থানীয়রা মিলে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মিন্টু মিয়ার মরদেহ উদ্ধার করে বিকাল ৩টায় মিন্টু মিয়ার মৃতদেহ তার বাড়ি নিয়ে আসেন।