সৌদিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে ১৩৮জন সরকারি কর্মচারী গ্রেপ্তার

    0
    14

    আব্দুল্লাহ আল মামুন(সৌদিআরব): ক্রাইম রিপোর্টার :

    সৌদি আরবের কর্তৃপক্ষ দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বিভিন্ন মন্ত্রণালয়ে নিযুক্ত ১৩৮ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগ পাওয়া যায়।

    সৌদির তদারকি এবং দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) মঙ্গলবার জানায় যে এটি (আগস্ট-সেপ্টেম্বর ২০২২) মাসে বেশ কয়েকটি ফৌজদারি এবং প্রশাসনিক মামলা পরিচালনা করার সময় ৩০৮জন সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চালায়।

    নাজাহা মোট ২,৭৯৯ জনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছে।কর্তৃপক্ষ জানিয়েছে যে সন্দেহভাজনদের মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, শিক্ষা, পৌর ও গ্রামীণ বিষয়ক আবাসন, বিচার, এবং পরিবহন ও লজিস্টিক মন্ত্রণালয়ের কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

    সৌদিআরব জুড়ে নাজাহা টোল-ফ্রি নম্বর:৯৮০ ফোনে অথবা ইমেল [email protected]এর মাধ্যমে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির যেকোন লঙ্ঘন বা সন্দেহ সনাক্ত করার ক্ষেত্রে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।