স্কুলের সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

    0
    22

    ভোলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের খুঁটি খুলতে গিয়ে তিন শ্রমিক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও এক শ্রমিক।রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাচঁড়া গ্রামের স্কুলে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- মো. রাকিব (৩৫), সাদ্দাম (৩০) ও আলা উদ্দিন (৩৫)। এদের মধ্যে রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার বাসিন্দা ও আলা উদ্দিন একই উপজেলার চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান।স্থানীয়রা জানান, ওই সাইক্লোন শেল্টার প্লাস স্কুলের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন রাকিব ও সাদ্দাম। এ সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে ক্রিয়া শুরু হলে রাকিব ও সাদ্দাম চিৎকার করেন। আলা উদ্দিন তাদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে তিনজনই নিহত হন।এদিকে তাদের উদ্ধার করতে গিয়ে আরও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক আহম্মেদ।