হাজী সেলিমের ফিলিং স্টেশনের অবৈধ অংশ উচ্ছেদ

    0
    16

    এবার নদীর তীর দখলের অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ফিলিং স্টেশন ও মদিনা ট্যাংকের গুদাম উচ্ছেদ করা হয়েছে।  সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকার ইসলামবাগে এ উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু অবৈধ বহুতল ভবন বাদ রেখেই এদিন সোয়ারিঘাটে এলাকায় উচ্ছেদ শেষ করে সংস্থাটি। যার কারণে উচ্ছেদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তবে বিআইডব্লিউটিএ বলছে, আদালতের কাছে তারা অসহায়।বুড়িগঙ্গা তীরের প্রায় ৫০ ফুট জায়গা দখল করে নির্মিত মদিনা ফিলিং স্টেশনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। তবে ঝুঁকি বিবেচনায় ফিলিং স্টেশনের মূল অংশ না ভেঙে সরিয়ে নিতে নোটিশ দেয় সংস্থাটি। এ সময় এর দুই পাশে থাকা মদিনা ট্যাংকের গুদামের অবৈধ অংশও গুড়িয়ে দেওয়া হয়। যদিও উচ্ছেদের বিষয়ে কথা বলতে রাজি হয়নি মদিনা গ্রুপের কর্মকর্তারা।এর আগে এদিন সকালে বুড়িগঙ্গার সোয়ারিঘাট এলাকায় বেড়িবাঁধের উত্তর পাড়ে গড়ে ওঠা বহুতল অবৈধ স্থাপনাগুলো এক এক করে গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ’র শক্তিশালী এক্সাভেটর। অভিযানে অর্ধশত স্থাপনা গুঁড়িয়ে দিলেও বেশ কিছু অবৈধ বহুতল ভবন উচ্ছেদ করেনি সংস্থাটি। যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আশপাশের স্থাপনার মালিকরা।বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, দখলদাররা আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসলে আমাদের কিছু করার থাকে না।দুই দিনের উচ্ছেদ অভিযানে প্রায় তিনশ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সংস্থাটি।