হালদায় ডিম ছেড়েছে মা মাছ

    0
    199

    দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। সকাল থেকেই ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটায় ছয় শতাধিক ডিম সংগ্রহকারী। তবে, পর্যাপ্ত বৃষ্টিপাত না হত্তয়ায় আশানুরুপ ডিম সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান হালদা গবেষক। বৃহস্পতিবার রাতে বৃষ্টির পর দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীত নমুনা ডিম ছাড়ে মা মাছ। এরপর ছয় শতাধিক জেলে, তিনশ’টি বোট নিয়ে রাত থেকে অপেক্ষা করতে থাকে হালদা নদীতে।সকাল সাড়ে সাতটায় মা মাছ ডিম ছাড়ার পর বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ শুরু হয়। লকডাউনের কারনে দূষন কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মা মাছ আশানুরুপ ডিম ছাড়েনি বলে জানিয়েছেন হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।