হালদায় মাছের ডিম দেওয়ার শেষ সময় চলছে 

    0
    21

    সোহেল সিএনএন ::বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে পরিচিত হালদা নদীতে বর্তমানে কার্প জাতীয় মা মাছের ডিম দেওয়ার শেষ সময় চলছে।

    শুক্রবার (১৭ জুন) হালদা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এ তথ্য জানিয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম।

    তিনি বলেন, বাংলাদেশের মেজর কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। পরিবেশ অনুকূিলে না থাকায় বিগত সময়গুলোতে মা মাছ লার্জ স্কেলে ডিম ছাড়েনি।
    বর্তমানে হালদা নদীতে কার্প জাতীয় মা মাছের ডিম দেওয়ার শেষ সময় চলছে।
    ড. মো. শফিকুল ইসলাম বলেন, গত সোমবার থেকে পূর্ণিমা শুরু হয়ে গত বুধবার সন্ধ্যায় শেষ হয়।