২ বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

    0
    7

    রাজধানীর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে।

    এ নিয়ে দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। করোনা মহামারির কারণে গত দুই বছর সেখানে নামাজ পড়েননি মুসল্লিরা।

    ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

    সবাই দুই রাকাত বিশিষ্ট ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পরে ঈদের বিশেষ খুতবা পড়েন খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সবশেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। 

    মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশবাসী ও বিশ্ববাসীর জন্য গুনাহ থেকে মুক্তি চাওয়া হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।