পটিয়ায় মা’কে গুলি করে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার  

    0
    61

    চট্টগ্রামের পটিয়ায় গুলি করে মা’কে হত্যার ঘটনায় ছেলে মাইনুদ্দিন মাইনুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে মইজ্জারটেক এলাকা থেকে আটক করা হয়। পরে হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে র‍্যাব সেভেনের অধিনায়ক এম এ ইউসুফ জানান, আগে থেকেই উশৃঙ্খল জীবন যাপন করতো মাইনুদ্দিন। যার কারণে তাকে এক সময় অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় পরিবার। সেখানেও তার ভিসা বাতিল হয়ে যায়। পরে দেশে ফিরে এসে আবার একই জীবন যাপন শুরু করে সে।

    র‍্যাব অধিনায়ক আরও জানায়, বাবা মারা যাওয়ার পর থেকে সম্পদ আর টাকা পয়সা নিয়ে মা আর বোনের সঙ্গে ঝামেলা করে আসছিলো সে। গত মঙ্গলবার ঝামেলার এক পর্যায়ে বোনকে গুলি করলেও তা বোনের গায়ে লাগেনি। কিন্তু মাকে গুলি করলে তা মায়ের চোখের নিচে লাগে এবং সেখানেই মারা যান মা জেসমিন আক্তার।

    ঘটনার পর সে খুব ঠান্ডা মাথায় ছিল এবং ঢাকায় পালিয়ে যাওয়ারও চেষ্টা করছিলো। তার নামে ৮টি মামলা আছে বলে জানায় র‍্যাব অধিনায়ক