ফ্লোর তালাবন্ধ না থাকলে এত প্রাণহানি হতো না: ফায়ার সার্ভিস

    0
    23

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়াল।

    ভবনের ৪র্থ তলা তালাবদ্ধ থাকায় কোনো শ্রমিক বের হতে পারেনি। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতোগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয়তলা কারখানা ভবনের ওপরের দুই ফ্লোরে এখনো আগুন জ্বলছে।

    ফ্লোর তালাবন্ধ না থাকলে এত প্রাণহানি হতো না বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পঞ্চম ও ষষ্ঠ তলায় তল্লাশি করা হচ্ছে।

    পাঁচটি অ্যাম্বুলেন্সে করে ৪৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ছয়তলা ভবনটির মধ্যে চতুর্থতলার শ্রমিকরা কেউ বের হতে পারেননি। সিকিউরিটি ইনচার্জ চারতলার কেচি গেটটি বন্ধ করে রাখায় কোনো শ্রমিকই বের হতে পারেননি