চট্টগ্রামে আইসোলেশনে আরেক রোগীর মৃত্যু

    0
    194

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি নগরের পাহাড়তলী থানার সাগরিকার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান।

    তিনি জানান, এক ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু রোগীর মধ্যে করোনাভাইরাসের বেশ কিছু লক্ষণ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। রোববার সকালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

    চট্টগ্রামে এ পর্যন্ত ৩৫ জন করোনার (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীরা হলেন-নগরীর দামপাড়ায় ৫ জন, সাগরিকায় ৬ জন, সরাইপাড়ায় ১ জন, হালিশহরে ২ জন, ফিরিঙ্গিবাজারে ১ জন, গোলপাহাড়ে ১ জন, পাহাড়তলী সিসিএ মার্কেটে ১ জন, কাতালগঞ্জে ১ জন, উত্তর কাট্টলীতে ১ জন, বন্দর নিমতলায় ১ জন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগরে ৮ জন, সীতাকুণ্ড গোডাউন রোডে ১ জন, পটিয়া উপজেলার পথের পাড়ায় ১ জন ও কাগজি পাড়ায় ১ জন, বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে ১ জন এবং আনোয়ারা উপজেলার ওষখাইনে ১ জন।