চট্টগ্রাম কারাগারে ভাঙচুর মামলার আসামি বিএনপি নেতার মৃত্যু

    0
    28

    অসুস্থ হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

    মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে হঠাৎ ফকির আহমদ অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা সূত্র জানায়, গত ১৮ অক্টোবর হাটহাজারী থানার একটি মন্দির ভাঙচুরের মামলায় ফকির আহমদকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিক ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সকালে হাজতি ফকির আহমদ চমেক হাসপাতালে মারা গেছেন। আইনিপ্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

    অন্যদিকে, বিএনপির এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ উত্তর জেলার নেতারা। শোকবার্তায় তারা বলেন, ফকির আহমদের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপি একজন দক্ষ সংগঠককে হারালো। সাজানো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের ২৮ দিন পর তার মৃত্যু হয়েছে। সরকারকে এ ঘটনার দায়ভার নিতে হবে।