আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ১৪

0
13

আফগানিস্তানে জোড়া বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির বামিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তার পাশে রাখা বিস্ফোরক দুটি হঠাৎ বিস্ফোরিত হয়। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও তালেবান হামলা চালাতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।