আর কতদিন , না খেয়েও মরতে হবে

0
196

সাধারণ ছুটির ৩৯তম দিনে এসে মহাসড়ক যেন ফিরেছে আগের রূপে। প্রচুর মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো।

প্রাইভেটকারে গাদাগাদি করে যাত্রী নিয়ে ঢাকার পথ ধরেছিলেন একজন চালক। নারায়ণগঞ্জের মদনপুরে গাড়ি আটকে দেয়া হয়। চালক ও যাত্রীদের দাবি জীবিকার তাড়নায় বের হতেই হয়েছে।একজন সাধারণ জনগণ বলেন, সরকার তো অনেক টাকাই দিচ্ছে, আমরা তো এখনও কিছু পাইনি। এখন করোনা হলেও মরতে হবে, না খেয়েও মরতে হবে।

যাত্রীবাহী বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলছে মহাসড়কে।রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশ থাকলেও তৎপরতা নেই আগের মতো। হাইওয়ে ও ঢাকা রেঞ্জের পুলিশকে মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেল শুধু মাস্ক পরে।অদৃশ্য এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার বিকল্প নেই। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, ঘর থেকে যে মানুষগুলো বেরিয়েছেন তারা শুধু নিজেরাই ঝুঁকিতে পড়ছেন না, ঝুঁকিতে ফেলছেন গোটা দেশকেই।