আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী করোনায় আক্রান্ত রোগ মুক্তিতে দোয়া মাহফিল

0
48

মোঃ কামাল হোসেন, চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাদীন ঐতিহ্যবাহী রাহাতীয়া নঈমীয়া নকশবন্দিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান পীরে তরীকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মুস্তফা নঈমী আশরাফী নকশবন্দী’র (মা.জি.আ) করোনা পজিটিভ।

এতে দেশে এবং বিদেশের তাঁর ভক্তগণ খুবই চিন্তিত। হুজুরের জন্য মহান আল্লাহর দরবারে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অব্যাহত।

সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও হুজুরের রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত ২৪ জুলাই শনিবার চট্টগ্রামের ২ নং গেটস্থ মেয়র মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেয়র মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা জাহেদুল ইসলাম, চশমা হিল জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা আবিদ শাহ, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা আনোয়ার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।