করোনা আতঙ্কের মাঝে ভারতে ভূমিকম্পের আঘাত

0
175

করোনা আতঙ্কের মাঝেই ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির সংবাদমাধ্যম জিনিউজ বলছে, দিল্লি ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। আচমকা কম্পন অনুভূত হওয়ায় ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামের অনেক মানুষ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।

ইন্ডিয়া ট্যুডে বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর-উত্তরপূর্ব দিল্লির এনসিটির ৮ কিলোমিটার ভূগর্ভে।

এদিকে, ভূমিকম্পের পর দিল্লির বাসিন্দাদের সুরক্ষা কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লিতে ভূমিকম্প হলো। আশাকরি সবাই নিরাপদেই আছেন। সবার সুরক্ষা কামনা করছি।

পূর্ব দিল্লির বাসিন্দা এস দামলে বলেন, একটা গুড়গুড় আওয়াজ হচ্ছিল। চেয়ার কাঁপছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লাজপত নগরের বাসিন্দা আরেফা সুলাতানা বলেন, টিভি দেখছিলাম। হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করল। দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। অনেকেই বাইরে বেরিয়ে এসেছিল। অনেকক্ষণ পর আবার ঘরে ফিরলাম।