মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদী হয়ে এই তিনটি মামলা দায়ের করে।বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ইয়াসিন আলী। এছাড়া অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা ৩ মামলায় গোল্ডেন মনিরের ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাইবে পুলিশ।এর আগে, রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে ২১ নভেম্বর সকালে মনিরকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে এক কোটি নয় লাখ টাকা, ৫টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালঙ্কার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। গোল্ডেন মনির একটি রাজনৈতিক দলের অর্থ যোগান দিতো বলে জানিয়েছে র্যাব।এছাড়া, অবৈধভাবে আমদানি করা দুটি বিলাসবহুল গাড়ি পাওয়া যায়। যার মূল্য তিন কোটি টাকার ওপরে। এছাড়া শোরুমে আরো তিনটি গাড়ি পাওয়া যায়।