চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও এক চিকিৎসক

    0
    174

    চট্টগ্রামে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আবদুল বাসেত (২৯) নামে আরও এক চিকিৎসক। শুক্রবার (০১ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেডিকেটেড করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

    চিকিৎসক আবদুল বাসেত সাতকানিয়া উপজেলার বাসিন্দা হলেও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ২২ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জানান, চিকিৎসাধীন অবস্থায় ডা. আবদুল বাসেতের দুই দফা পরীক্ষা করে তার শরীরে করোনা নেগেটিভ আসে।

    তিনি আরও জানান, আজ দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী ১৪ দিন তাকে বাড়িতে হোম কোরেন্টাইনে থাকতে বলা হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করেনায় আক্রান্ত আরও ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। এই ছাড়া আরও ছয়জন শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা।