পটকা মাছ খে‌য়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে ৩ মেয়ে

0
17


‌কি‌শোরগ‌ঞ্জের ইটনার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে বিষাক্ত পটকা মাছ খে‌য়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। গুরুতর অসুস্থ হ‌য়ে‌ পড়েছে তা‌দের তিন মে‌য়ে।
মৃতরা হ‌চ্ছেন, স‌ঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। অসুস্থদের আশঙ্কাজনক অবস্থায় কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।‌কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার প‌রিবা‌রের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রা‌তে পটকা মাছ দিয়ে ভাত খান। এর কিছুক্ষণ পরই প‌রিবা‌রের সবাই অসুস্থ হ‌য়ে প‌ড়েন। মাঝরা‌তে বা‌ড়ি‌তেই মারা যান লনা মালাকার। বাকি‌দের বুধবার ভো‌রে ইটনা হাসপাতা‌লে নেয়ার পর সেখান থে‌কে তা‌দের কি‌শোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দি‌কে মারা যান স‌ঞ্চিতা মালাকার।এছাড়া হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন তা‌দের তিন মে‌য়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।