ফটিকছড়ির চাড়ালিয়াহাটে মাস্টার মাহবুবুল আলম পাঠাগারের উদ্বোধন করছেন লেখক-সাংবাদিক শওকত বাঙালি

0
35

ফটিকছড়ির চাড়ালিয়াহাটে মাস্টার মাহবুবুল আলম পাঠাগারের উদ্বোধন
মানুষের হাজার বছরের ইতিহাস পুঞ্জিভুত হয়ে রয়েছে
পাঠাগারের একেকটি তাঁকের ভেতর : শওকত বাঙালি

ফটিকছড়ির ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন চাড়ালিয়াহাট সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি-কাতারের সাধারণ সম্পাদক, কাতার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আশরাফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মাস্টার মাহবুবুল আলম স্মৃতি পাঠাগারের উদ্বোধনী আনুষ্ঠান গত ১৩ ফেব্র“য়ারি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পাঠাগারের উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সমন্বয়কারী লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
একটি সমৃদ্ধ পাঠাগার সমাজের রুপরেখা বদলে দিতে পারে উল্লেখ করে উদ্বোধক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেন, মনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পাঠাগারের অবদান অনস্বীকার্য। শহরের পাশাপাশি প্রতি গ্রামে-মহল্লায় পাঠাগার গড়ে তোলা গেলে আমরা শীঘ্রই লাভ করতে পারি জ্ঞানী এক সমৃদ্ধ জাতি। পাঠাগারের ইতিহাস বেশ পুরনো। আজকের পৃথিবীকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করেছে যে পাঠাগার তা প্রতিষ্ঠার পেছনে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সকল জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতর। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। মানুষের হাজার বছরের ইতিহাস পুঞ্জিভুত হয়ে রয়েছে পাঠাগারের একেকটি তাঁকের ভেতর। পাঠাগারকে শব্দহীন মহাসমুদ্রের সাথে তুলনা করে তিনি বলেন, এটি অতিত, বর্তমান, ভবিষ্যতের স্বাক্ষী।
সমিতির সাবেক সভাপতি মাস্টার মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৩নং লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার উদ্দিন শাহীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শহিদুল আজিম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডার আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সফি, দৈনিক পূর্বকোণ ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক মো. মোরশেদ মুন্না। সূচনা বক্তব্য দেন পাঠাগারের স্বপ্নদ্রষ্টা রাজনীতিক ও সংগঠক মোহাম্মদ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মুহাম্মদ আলী সরওয়ার। কোরআন তেলোয়াত করেন সমিতির সদস্য মোহাম্মদ সিয়াম। মাস্টার মাহবুবুল আলমের প্রাক্তন ছাত্র মুসলেহ্ উদ্দিন বদরুলের লিখিত বক্তব্য পাঠ করেন স্টুডেন্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান।