বিএনপি নেতাদের ক্ষমা চাওয়াকে নাটক বললেন ডা. জাফরুল্লাহ

0
25

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতার জন্য নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতারা। বিএনপির নেতাদের এমন ক্ষমা চাওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী।সোমবার (০৮ ফেব্রুয়ারি) সময় সংবাদকে এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের এ প্রতিষ্ঠাতা।নেতাকর্মী নয় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বিএনপি নেতাদের। আন্তরিকতা থাকলে তিনদিন মাঠে নেমে দেখানোর আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, আন্তরিকতা, সদিচ্ছা ও কৃতজ্ঞতা বোধ না থাকায় বিএনপি নেতারা গত তিন বছর খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি।