বোয়ালখালীতে সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলা

0
239

জাহিদ হাসান বোয়ালখালী প্রতিনিধি ঃ-
বোয়ালখালীতে সম্পত্তির জের প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে।বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেহ মুন্সীর বাড়ির বাসিন্দা নাজিমের পরিবারের সাথে প্রতিবেশী আবু তাহেরের দীর্ঘ দিন ধরে বসত ভিটে নিয়ে বিরোধ চলছে। গত ১৫ এপ্রিল রোজ সোমবার সকালে সম্পত্তির জেরে আবু তাহের পরিবার নাজিম ও তার পরিবারের অতর্কিত হামলা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এব্যাপারে বোয়ালখালী থানায় মন্জুরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। আহত নাজিম বলেন,জায়গা জমির বিরোধ দীর্ঘদিন ধরে চলছে সমাধানের জন্য সালিশি বৈঠক ও হয়েছে তারপর ও তারা মানতে নারাজ তারা সন্ত্রাসীর অশ্রয় নিয়ে আমাদের উপর হামলা করে।
এবিষয়ে বোয়ালখালী থানার ওসি তদন্ত জানান, মন্জুরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে বিষয়টি আমলে নেয়া হবে।