বাংলাদেশে যে ইসলামি চিন্তাবিদরা ভাস্কর্য নির্মাণের বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছিলেন তারা বলছেন এখনও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়ে আশাবাদী তারা।
বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী । তিনি শনিবারে যাত্রাবাড়ী মাদ্রাসায় ইসলামী চিন্তাবিদদের বৈঠক এবং পরে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়-দুটিতেই উপস্থিত ছিলেন।
ওই বৈঠক শেষে ‘ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ’ উল্লেখ করে এ বিষয়ে পাঁচ দফা একটি প্রস্তাব দেয়া হয়েছিল।
সাথে জানানো হয়েছিল যে, এ বিষয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।