সাংবাদিক কন্যা রাইফার ২য় মৃত্যুবার্ষিকীতে মুসাফিরের মিলাদ-মাহফিল

0
128

ক্লিনিক্যাল মার্ডারের শিকার সাংবাদিক রুবেল খান এর কন্যা রাফিদা খান রাইফা’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে
মিলাদ-মাহফিল ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের কমসূচি গ্রহণ করেছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

সংগঠনটির উদ্যোগে আগামীকাল ২৯ জুন সোমবার দুপুর ১ টায় নগরির আমানত শাহ (রাঃ) মাজার সংলগ্ন তনজিমুল মোসলেমিন এতিম খানায় মিলাদ-মাহফিল, দোয়া ও এতিম অসহায় শিশুকিশোরদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটি আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন।

মিলাদ-মাহফিলে সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।