রাসুল (স.) কে অবমাননা: ইতালির মুসলিম কমিউনিটির প্রতিবাদ

0
20

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননার প্রতিবাদে ফুঁসছে ইতালি মুসলিম কমিউনিটি। বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব। ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ফ্রান্সের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।এবার এ তালিকায় যোগ হলো ইতালির মুসলিম কমিউনিটি। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানী রোমের ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেন দেশটির মুসলিম নেতারা। পুলিশি বাধায় তা পণ্ড হলেও দূতাবাসের কাছে খোলা মাঠে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সভায় অংশ নেন অনেক মানুষ।মুসলিম কমিউনিটির নেতারা জানান, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট মুহাম্মদ (স.) নিয়ে যে মন্তব্য করেছেন। এর জন্য আজকে সারা বিশ্বের মুসলমান সমাজ ক্ষুব্ধ। আর এ ধরনের মন্ত্যবের প্রতিবাদ করছি।ব্যক্তিগত পর্যায়ে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে হযরত মুহাম্মদ (স.) কে অবমাননা কোনভাবে সহ্য করা হবে না বলে জানান  তারা।