লংগদুতে শীত শেষে বছরের প্রথম বৃষ্টি উঁকি দিয়ে উধাও

0
14

বিপ্লব ইসলাম,
লংগদু উপজেলা প্রতিনিধি।

সবেমাত্র প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। বসন্তের পর ফাল্গুনও বিদায় নিলো চৈত্রের শুরুর দিকে, রবিবার সকাল হতে রাংগামাটির লংগদুতে দেখা দিলো বছরের প্রথম বৃষ্টি।

রবিবার (১৯ মার্চ) সকাল থেকে লংগদু উপজেলায় টিপ টিপ বৃষ্টি শুরু হয়। এরপর প্রায় অনেক্ক্ষণ ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে যায় লংগদু সদরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অঞ্চল। বৃষ্টির স্থায়িত্ব কম হওয়ায় কোথাও পানি জমাট বাঁধেনি।

এদিকে, বৃষ্টি হওয়ায় তিব্র সম্ভাবনা দেখা দেওয়ায় শুকরিয়া আদায় করতেও দেখা গেছে সাধারণ মানুষসহ নানা শ্রেণি পেশার মানুষকে। তবে শীতের শেষের এই বৃষ্টিতে শরীর ভেজাতে ভয় পাচ্ছিলেন মানুষজন। হঠাৎ নামা এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠাণ্ডারও আশঙ্কা করছেন অনেকে।তবে এসবের তোয়াক্কা না করেই কৃষকদের মন ভেঙে বিদায় নিলো বহুল কাঙ্খিত বৃষ্টি।