বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আজগর হোসেনকে প্রান নাশের হুমকী দিয়েছে এলাকার কিছু চিহ্নিত দুস্কৃতিকারি। এ নিয়ে তার পক্ষ হতে থানায় অভিযোগ করলে এসব দুবৃত্বরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তিনি প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
অভিযোগ সূত্রে জানাযায়- এলাকার কিছু প্রভাবশালী জনগণের হাটাচলার সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মানের চেষ্টা চালালে এলাকাবাসির পক্ষ হতে অভিযোগ পেয়ে স্হানিয় ইউ পি সদস্য আজগর হোসেন তাদের বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে এ মহল ০১৯১৫৪২৩১০৬ নম্বর হতে অনবরত ফোন দিয়ে দেখে নেয়ার হুমকী-ধমকী দিতে থাকে এবং বেশি বাড়াবাড়ি করলে গোষ্ঠীশুদ্ধ শেষ করে দিবে বলে হুসিয়ারী দেয় তাকে। এ নিয়ে আজগর বাদী হয়ে গতকাল শুক্রবার পশ্চিম শাকপুরা উত্তর পাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃ আবদুল গফুর(৩৮) ‘র বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করার পর বিবাদী পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠে । তাদের আস্ফালনে প্রানের ভয়ে বর্তমানে এ ইউ পি সদস্য পালিয়ে বেড়াচ্ছে। জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন- এ ইউ পি সদস্যের পক্ষ হতে একটি জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বলেন পুলিশ পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে। দোষীরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।