হজ নিয়ে চুক্তি হয়নি, ষাটোর্ধ্বদের নিয়ে অনিশ্চয়তা

0
112

হজ নিয়ে এখনও সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতজন নেবে এ নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।সোমবার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সীমিত লোকজনই এবার হজে যেতে পারবে। সে সংখ্যা ১০ হাজারের মতো হতে পারে। আবার এর বেশিও হতে পারে। ধর্ম সচিব নুরুল ইসলাম বলেন, এবার হজে যেতে হলে ভ্যাকসিন নিতে হবে। ১৮ থেকে ৬০ বয়সের ৪০ হাজার মানুষ নিবন্ধন করেছে। আর ৬০ বছরের বেশি বয়সের নিবন্ধন করেছে ২১ হাজার। সৌদি সরকার যদি ৬০ বছরের বেশি বয়স্ক লোক না নিতে চায় তাহলে সেটা আমাদের মানতে হবে।তিনি বলেন, ৬০ বছরের বেশি বয়সীদের যদি সৌদি সরকার হজে না নেয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। তারা যদি নিবন্ধনের জন্য জমা দেওয়া টাকা তুলে নিতে চায় সেক্ষেত্রে সহায়তা করা হবে। আবার পরবর্তী বছর যেতে চায় সে ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বলেও জানান নুরুল ইসলাম।