অর্থ আত্মসাৎ: হিরো আলমের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ 

    0
    13

    অর্থ জালিয়াতি, ফোনে হুমকি ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অসম্মানের কারণে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৬১/২২ ধারায় মামলাটি হয়েছে।

    মামলা তদন্তের জন্য হাতিরঝিল থানায় পাঠানো হয়েছে। মামলা করেছেন আকাশ নিবির। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকার ২৯ নং কোর্টে ৪৬১/২২ এর ধারা: ৪০৬/৪২০/৫০৬/৫০০ দণ্ডবিধি ১৮৬০- এর অধীন সি.আর মামলাটি হয়েছে।

    ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট শেখ শামিনুর রহমানের (সানি) সহযোগিতায় হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন আকাশ নিবির।

    প্রসঙ্গত, ক’দিন আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামের গানটি বিকৃতভাবে গাওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয় হিরো আলমকে। গত ২১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান তাকে।