আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা

    0
    40

    টেক জায়ান্ট অ্যাপল ‘স্টেট স্পন্সর্ড’ বিষয়ে আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর দেখা দিয়েছে যত বিপত্তি। এজন্য তারা তাদের ব্যবহারকারীদের সাইবার হামলার বিষয়ে সতর্ক থাকার পরাশর্ম দিয়েছে। 

    পেগাসাস স্পাইওয়ার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের উপর নজরদারি করার জন্য ইসরায়েলের এনএসও গ্রুপ এবং তাদের প্রধান কোম্পানি ওএসওয়াই প্রযুক্তির বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অ্যাপল। 

    এই শক্তিশালী সফটওয়্যার দিয়ে হ্যাকাররা যে কারো ফোনের ম্যাসেজ, ছবি, ইমেইল, রেকর্ড কল সংগ্রহসহ ক্যামেরা ও মাইক্রোফোনের কার্যক্রম সম্পর্কে নজরদারি করতে পারে। 

    গত মঙ্গলবার অ্যাপল এক বিবৃতিতে জানায়, ইসরায়েল কোম্পানি এনএসও গ্রুপ ‘স্টেট স্পন্সরর্ড’ নামে নজরদারিক প্রযুক্তি তৈরি করছে।  

    অ্যাপল আরও জানায়, ইসরায়েলের প্রতিষ্ঠানটি এমনভাবে নোটিফিকেশন তৈরি করেছে, এর মাধ্যমে যে কেউ সাইবার হামলার শিকার হতে পারে। দুই ধরনের নোটিফিকেশনের মাধ্যমে এই হামলার শিকার হওয়া সম্ভব বলে জানিয়েছে অ্যাপল। 

    সূত্র: মিরর ইউকে