ইউক্রেনে বাংলাদেশি নাবিক হাদিসুরের মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

    0
    10

    ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

    শুক্রবার (৪ মার্চ) দুপুরে এক বিবৃতিতে এ সমবেদনা জানানো হয়। 

    বিবৃতিতে বলা হয়, যুদ্ধের এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় বাংলাদেশি জনগণের পাশাপাশি তারাও শোকাহত বলে উল্লেখ করেছে দূতাবাস।

    উল্লেখ্য, গত বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলার ঘটনা ঘটে। এতে জাহাজে আগুন ধরে যায়। এ ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

    গত ২২ ফেব্রুয়ারি ২৯ জন নাবিক নিয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ। জাহাজে হামলার পর সেখানে অক্ষত থাকা ২৮ নাবিককে এখন যুদ্ধকালীন নিরাপদ স্থান অর্থাৎ বাংকারে নেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ শিপিং করপোরেশন।