ইভিএম শতভাগ নির্ভুল না হলেও কারসাজির সুযোগ নেই: বিশেষজ্ঞরা 

    0
    13
    ইভিএম শতভাগ নির্ভুল না হলেও কারসাজির সুযোগ নেই: বিশেষজ্ঞরা

    বিশিষ্টজন, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের ডেকে নিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কার্যক্রম দেখালো নির্বাচন কমিশন। দেয়া হয় ইভিএমের খুটিনাটি ধারণা।

    বুধবার (২৫ মে) আয়োজিত এ বৈঠকে বিশিষ্ট লেখক ও বিজ্ঞানী জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ডক্টর কায়কোবাদসহ সেনাবাহিনীর কর্মকর্তারা যোগ দেন।

    আরও পড়ুন: সালাম না দেয়ায় ঢাবি শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর থাপ্পড়

    বৈঠক শেষে তারা বলেন, ইভিএম প্রভাবিত করার সুযোগ নেই। তবে শতভাগ নির্ভুল বলা যাবে না। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোকেও ইভিএমের কারিগরি দিক খতিয়ে দেখতে আমন্ত্রণ জানানো হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান ধরনের মত রয়েছে। সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই যন্ত্রের বিরোধিতা করে আসছে। এই ভোটযন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন।