ইলিশ আহরণে মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা 

    0
    23

    টানা দুই মাস পর আজ (৩০ এপ্রিল) রাত ১২টার পর শেষ হচ্ছে নদীতে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। জেলেরা নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে জেলেদের মাঝে। মাছ ধরার সরঞ্জাম আর জাল মেরামত করে সময় কাটছে তাদের। 

    তবে নিষেধাজ্ঞার সময়টাতে অনেকটাই কষ্টে জীবন কেটেছে জেলেদের। ইলিশে ভরে উঠবে নৌকায় এ আশায় বুক বাঁধছেন তারা। ঝকঝকে রুপালিঘাটের পাড়ে জাল এবং নৌকা ঠিক করায় ব্যস্ত সময় পার করছেন তারা।

    শনিবার মধ্যরাত থেকে মাছ ধরা শুরু, তাই ঘাটে ঘাটে দেখা যাচ্ছে প্রস্তুতি। কেউ জাল বুনছেন কেউ নৌকায় রং দিচ্ছেন কেউবা ট্রলার-নৌকা মেরামত করছেন। নতুন উদ্যোমে ফের নদীতে নামার প্রস্তুতি উপকূলের জেলেদের।  

    ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল।