ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ড্যাজেলবুম‘র উদ্বোধন

    0
    41

    নিউজ ডেস্ক, চট্টগ্রাম :: ঘরে বসে দ্রুততম সময়ের মধ্যে গুণগত ও মানসম্পন্ন পন্য সাশ্রয়ী দামে গ্রাহকের দুয়ারে পৌঁছে দেয়ার প্রত্যয়ে চট্টগ্রামে যাত্রা শুরু হলো মুক্তধারা টেকনোলজিসের সহযোগি প্রতিষ্ঠান ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ড্যাজেলবুম‘ ও সবুজ পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি হাইড্রোপনিক চিটাগাংয়ের।

    শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১০টায় ভার্চুয়াল জগতে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠান দু’টির আত্মপ্রকাশ ঘটে। 

    আব্দুল্লাহ বিন মিজানের কোরআন তেলওয়াত এবং মুক্তধারা টেকনোলজিসের প্রধান নির্বাহী পার্থ প্রতীম দাশের স্বাগত বক্তব্য ও শ্রেয়সী স্রোতস্বিনীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.স্বপন চন্দ্র মজুমদার, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জীব ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় চন্দ্র রায়, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড.আনোয়ারা আলম, চট্টগ্রাম মহিলা চেম্বারের যু্গ্ম আহবায়ক বিবি মরিয়ম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা, সিলেট আরটিএম টেকনিক্যাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান মিনহাজুল হক রিয়াদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী ফরিদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, এটিএন বাংলার সিনিয়র রির্পোটার আবুল হাসনাত, বাংলা টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার একে আজাদ, দৈনিক বাংলাদেশ বুলেটিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সুলাইমন মেহেদি, সিটিজি সংবাদ ডট কম সম্পাদক ও প্রকাশক লায়ন আবু তাহের, হাইড্রোপনিক চিটাগাংয়ের সিইও মোজজ্জামেল হোসেন সাইদ। 

    এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ওয়াহিদ জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, দৈনিক পূর্বকোণের সাব এডিটর ফারুক ইসলাম, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আব্দুল্লাহ, নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার রিটন আহসান, সি ভয়েস২৪ ডট কম’র সিনিয়র রিপোর্টার আলম দিদার, ডাক্তার বাড়ী ডট কমের উদ্যোক্তা হামিদুর রহমান, সোনালী নিউজ২৪ ডট কম সম্পাদক শাহাদাৎ আশ্রাফ প্রমূখ।

    ভার্চুয়াল এ আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিলেন ধ্রুপদ সংগীত নিকেতনের পরিচালক উৎপল চন্দ্র নাথ।

    এতে বক্তারা, প্রচুর ই-কমার্স প্রতিষ্ঠানের ভীড়ে ড্যাজেলবুম তাদের ব্যবসায়ীক নীতি নৈতিকতা, সততা, বিশ্বাস, পণ্যের গুনগত মান, দাম এবং যথাসময়ে ডেলিভারীর মধ্য দিয়ে গ্রাহকের আস্থা অর্জনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাসযোগ্য ও পরিবেশবান্ধব হাইড্রোপনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে ভূমিকা রাখার আহবান জানান।

    পরিশেষে মুক্তধারা লিমিটেড ও ড্যাজেলবুমের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।