উপনির্বাচনে নৌকার মাঝে হলেন রেজাউল করিম রাজা 

    0
    68

    খোরশেদুল আলম, সিএনএনঃবোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের পেলেন রেজাউল করিম রাজাকে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ মোট ১০ জন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।

    আজ বুধবার ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত সভায় বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক- রেজাউল করিম রাজাকে।

    দলীয় মনোনয়ন ফরম নিন যারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, সাবেক চেয়ারম্যান এম এ ঈছা, শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. মনছুর আলম পাপ্পী ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন।

    উপনির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক- সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক- মফিজুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা।

    গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।সংবাদটি শেয়ার করুন