কাপ্তাইয়ে ওএমএসের চাল কিনতে নিম্ন আয়ের  মানুষের দীর্ঘ লাইন 

    0
    19

    রিপন মারমা কাপ্তাই ( রাঙামাটি)
    সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি বনফুল ক্লাব সংলগ্ন চত্বরে ৪’শত পরিবার নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
    সোমবার(২৮ নভেম্বর) সকাল সাড়ে দশটা দিকে
    চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

    এই সময় নিম্ম আয়ের অনেক মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চাল ক্রয় করতে দেখা গেছে।
    চাল কিনতে আসা শিলছড়ির ফাতেমা বেগম, সামাজাই মারমা ও রমজান আলী গণমাধ্যমকে জানান,
    চলমান ওএমএস কার্যক্রমে চাল ক্রয় করতে পারার কারণে তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে।তারা সরকারের কাছে এই ওএমএস কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান।

    শিলছড়ি ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার’কে মুঠো ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএসের চাল শিলছড়ি খোলাবাজারে বিক্রি করছেন, এতে শিলছড়ি নিম্ম আয়ে মানুষরা ৩০ টাকা ধরে চাল পেয়ে
    স্বস্তিতে দেখা গেছে।
    এইসময় উপস্থিত উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি, এলএসডি) নিপু চন্দ্র দাশ গণমাধ্যমকে জানান,কাপ্তাই উপজেলা ওএমএস কার্যক্রমের আওতায় শিলছড়িতে মোট ৪ শত জন প্রতি জন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারছেন।
    পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, সুশিল সমাস, কাপ্তাইয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
    ২৮/১১/২২