কাপ্তাইয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার’ নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও জনসভা

    0
    6

    রিপন মারমা রাঙ্গামাটি
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ এবং জনসভা ও পথসভা করছেন।
    শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে দিনব্যাপী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে জেলার কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা মিশন এলাকা, চন্দ্রিমা সিনেমা হল বরইছড়ি মারমা পাড়া ও রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া,ডংনালা এলাকায়,
    রিফিউজি পাড়াসহ লিপলেট বিতরণ, নির্বাচনী গণসংযোগ ও পথসভা উঠান বৈঠক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। পথসভায় ও জনসভায়

    দীপংকর তালুকদার জেলায় বিমানবন্দর স্থাপন ও রেলপথ চালু এবং কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী পেপার মিলস বন্ধ না হওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নের নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন।
    এছাড়াও তিনি কাপ্তাই হ্রদের ড্রেজিং ও মাছের উৎপাদন বৃদ্ধি, হিমাগার স্থাপন, আরও কিছু স্কুলকে এমপিওভুক্ত এবং জাতীয়করণ করা প্রত্যয় ব্যক্ত করেন।
    সর্বশেষ তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিচুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোট প্রার্থনা করেন।
    সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক মহিলা সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, যুব মহিলা লীগের সভা নেত্রী রোকেয়া আক্তার
    জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরীও দিপ্তীময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চিরঞ্জিত তঞ্চঁঙ্গা, সাধারণ সম্পাদক অমল কান্তি দে, সুজয় তঞ্চঁঙ্গ্যা ধনা, আনোয়ার ইসলাম চৌধুরী বেবি, আক্তার হোসেন মিলনসহ
    জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
    এর আগে সকালে খ্রীষ্টিয়াম ধর্মাবলম্বীদের
    চন্দ্রঘোনা ব্যাপটিস্ট চার্ট উদ্যোগের
    শুভ বড়দিন ও শুভ নববর্ষে কেক কেঁটে শুভেচ্ছা বিনিময় করা হয়।
    ৩০/১২/২৩