কালশী উড়ালসড়ক: ঘণ্টার রাস্তা পাড়ি দিতে লাগল মাত্র ২০ মিনিট

    0
    7

    রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে মাটিকাটা ইসিবি চত্বর হয়ে খিলক্ষেত বাসস্ট্যান্ড এই পথের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে মোটরসাইকেলে করে এই পথ পাড়ি দিতে সময় লেগেছে  মাত্র ৮ মিনিট ৩৯ সেকেন্ড। আর বাসে করে এ রাস্তা পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। কালশী উড়ালসড়কের আগে এই ৮ কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে লেগে যেত কয়েকঘণ্টা।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইওভারের উদ্বোধন আজ হলেও মিরপুরবাসী প্রশস্ত সড়কের সুফল ভোগ করছিল কয়েক মাস আগে

    প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পর যান চলাচলের জন্য সাড়ে ১২টার দিকে রাস্তা ও উড়ালসড়ক খুলে দেয়া হয়। স্থানীয়রা বলছেন, প্রশস্ত সড়ক ও নির্মিত ফ্লাইওভারে বদলে যাবে মিরপুরে সেই আগের চিত্র। বাড়বে যানবাহনের গতি। রক্ষা মিলবে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে।

    মিরপুর কালশী মোড়ে এক মোটরসাইকেল আরোহী জানান, ফ্লাইওভারের উঠে মাত্র দুই মিনিটে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে নেমেছি। কিন্তু আগে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে আসতে সময় লাগতো অন্তত আধাঘণ্টা। রাস্তা প্রশস্ত হয়েছে। ফ্লাইওভারও চালু হলো। এর সুফল পাবে মিরপুরবাসী