চট্টগ্রামে তেলের পরিমাণ কম দেয়ায় দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা  

    0
    9

    চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় আটটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্যে আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ডিজেলে ৩৮০ মিলি ও অকটেনে ৪৪০ মিলি কম পাওয়া যায়।

    সোমবার (৮ আগস্ট) চট্টগ্রামের নির্বাহী ম্যাজি্স্ট্রেট মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে বিএসটিআই ও সিএমপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

    তেলের পরিমান কম দেয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে অন্য একটি প্রতিষ্ঠানকেও তেল কম দেয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজি্স্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই সবাই একটা নিয়মে চলে আসুক। পাম্প মালিকদের সচ্ছতা দরকার।