চট্টগ্রামে প্রথমবারের মতো টিকা পেল হিজড়া সম্প্রদায়

    0
    14

    প্রথমবারের মতো করোনা টিকার আওতায় এলো সুবিধা বঞ্চিত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষেরা। চট্টগ্রামে প্রথমদিনে টিকা পেয়েছে প্রায় সাড়ে তিনশ। জাতীয় পরিচয়পত্র না থাকলেও তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তাদের টিকা দেয়া হয়।

    হলভর্তি তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠির মানুষেরা। যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন করোনার টিকা নিতে। তাই সবারই চোখেমুখে আনন্দের ঝিলিক। হিজড়াদের টিকাদানের এই আয়োজন ছিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে।

    দীর্ঘদিন ধরে যারা নানা সুবিধা থেকে বঞ্চিত তাদের টিকা পাওয়া ছিল অনেকটাই অনিশ্চিত। কেননা তাদের অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। তাই তালিকা করে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে এসব হিজড়াকে দেয়া হয় টিকা।

    প্রাথমিকভাবে এক হাজার হিজড়ার তালিকা করা হলেও প্রথমদিন দেয়া হয় সাড়ে তিনশ জনকে। পর্যায়ক্রমে এই জনগোষ্ঠির সবাইকে টিকার আওতার আনা এবং সময়মতো যাতে সনদ পান সে ব্যবস্থা করার জানায় স্বাস্থ্য বিভাগ।

    চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে, তারা যে সম্প্রদায়ের হোক না কেন সবাইকে টিকার আওতায় আনা হবে।

    দেশে কোন মহানগরে হিজড়াদের করোনার টিকার আওতায় আনার কার্যক্রম এটাই প্রথম।