চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী আক্কাস’র মতবিনিময়

    প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পর্যটন খাত অনেকদূর এগিয়েছে : আক্কাস

    0
    83

    নিউজ ডেস্ক :: চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আন্তরিকতায় পর্যটন খাত অনেকদূর এগিয়েছে। চট্টগ্রাম টু কক্সবাজার সংযোগ সড়ক চার লেনে উন্নীত করাসহ চলমান রেল লাইন প্রকল্প চালু হলে পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। এতে করে পর্যটকরা স্বল্প সময়ের মধ্যে যাওয়া-আসা করার সুযোগ হবে। বর্তমান সরকার এই মহামারি করোনাকালে গ্রাহকদের জন্য সরকারি ভ্যাট পনেরো শতাংশ থেকে দশ শতাংশে কমিয়ে আনায় ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন কৃতজ্ঞতা জানান। ২ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন উক্ত অভিমত ব্যক্ত করেন।

    সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

    চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ হিতৈষীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রাম প্রেস ক্লাবও সাংবাদিক ও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভূমিকা পালন করে যাচ্ছে। এই করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে একাত্ম হয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবে করোনা উপসর্গ নিয়ে আসা নানা শ্রেণি-পেশার মানুষের নমুনা সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

    অনুষ্ঠানে অতিথিকে ফুল এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। মতবিনিময় সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মোহাম্মদ হায়দার, মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস দেবু, সিরাজুল করিম মানিক, মুস্তফা নঈম, শিশির বড়ুয়া, তপন দাশবর্মন, সহিদুল ইসলাম সহিদ, নুরউদ্দিন আহমদ, সান্টু কুমার দাশ, সুলতান মাহমুদ সেলিম, খোরশেদুল আলম শামীম, আবুল হাসনাত, কামাল উদ্দিন খোকন, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, রাজেশ চক্রবর্তী, সাইদুল আজাদ, অমিত বড়ুয়া, আবু মোশাররফ রাসেল, রাহুল দাশ নয়ন, সুবল বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল’সহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

    সিএনএন/বিএন/সিটিজি