চালু হল জাতীয় জরুরি সেবা ৯৯৯

0
4

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ রাখা জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০মিনিট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা চালু হয়েছে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।

এদিন সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। পরে সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় পাওয়ার ব্যাকআপ না থাকায় এ সেবা বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ৯৯৯ থেকে তাদের কাছে কল যায়। তাদের জানানো হয় বঙ্গবাজারে আদর্শ মার্কেটে আগুন লেগেছে। পরে কয়েক মিনিটের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। তবে ভয়াবহ আগুনে একেবারে ভস্ম হয়ে গেছে সব। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট।

এদিকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।