ডিসি আইনজীবী -সমিতির দন্ধের মধ্যে আইনজীবী একুশে ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন!

    0
    62


    বিশেষ প্রতিনিধি ঃ- ভবন নির্মাণ নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আইনজীবী সমিতির দন্ধের মধ্যে ” একুশে ভবন ‘নামে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
    কোর্ট হিলে আইনজীবি সমিতির মুল ভবন সংলগ্ন খালি জায়গায় ৩১ জানুয়ারি সোমবার
    এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
    এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,
    বার কাউন্সিল সদস্য মজিবুল হক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবদুর রশিদ, আইয়ুব খান, সমিতির সাধারণ সম্পাদক এএইচ এম জিয়া উদ্দীন, সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ আইনজীবী সমিতির সমিতির নেতৃবৃন্দ।
    এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
    সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন আইনজীবীদের তীব্র চেম্বার সংকট মোকাবিলা আইনজীবী ভবনের পাশ্বে পুরাতন ভবনের কিছু অংশ ভেঙে নতুন করে ভবন নির্মাণ করা হবে। এবং পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।
    শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন যেকোন পরিস্থিতি আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করবে। আইনজীবীগন বসার অসুবিধা তাই আইনজীবীদের বসার স্হান তৈরি করতে হবে, এতে অযথা কেউ যাতে বাঁধ সাধতে না পারে এই জন্য সবাই কে সর্তক থাকার আহবান জানান।