ঢাকা থেকে টানা ১৯ ঘণ্টা উড়ে কানাডায় বিমানের প্রথম ফ্লাইট  

    0
    8297

    বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কানাডার টরন্টোতে পৌঁছাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। বিমান এই ফ্লাইটটির নাম দিয়েছে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট।

    রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় ভোর ৭টা ৩৮ মিনিটে বিজি ৩০৫ ফ্লাইটটি টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাংলাদেশের ঘড়ি অনুযায়ী সময়টি রোববার বিকেল ৫টা ৩৮ মিনিট। 

    শনিবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টায় ফ্লাইটটি ঢাকা থেকে টরেন্টোর উদ্দেশে উড়াল দিয়ে প্রায় ১৯ ঘণ্টা আকাশে ছিল। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে দীর্ঘ রুট।

    এর আগে ২৬ মার্চ রাতে এই ফ্লাইটের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। ৭০ জন যাত্রী নিয়ে উড়াল দেয় ফ্লাইটটি। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরন্টো ফ্লাইটটি পরিচালিত হয়েছে।