তুরস্কে প্রেসিডেন্ট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

    0
    17

    আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ সময়েও ভোটারদের দ্বারে দ্বারে জানান দিচ্ছেন নিজেদের পরিকল্পনার কথা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

    আর মাত্র দুদিন বাকি ভোটের। এরই মধ্যে জানা গেল এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন।

    ডেইলি নিউজ সূত্রে জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ইস্তানবুলে ভোট দেবেন দুই মেয়াদে ক্ষমতায় থাকা রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। অন্যদিকে প্রধান বিরোধী দল এমএইচপি দলের নেতা কামাল কিলিকদারোগ্লু আঙ্কারায় ভোট দেবেন।

    এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হোমল্যান্ড পার্টির নেতা মুহাররেম ইনসে এবং আতা অ্যানায়েন্সের দলের প্রার্থী সিনান ওগান আঙ্কারার কানকায়া জেলায় ভোট দেবেন।

    জানা গেছে তুরস্কের পার্লামেন্টের ৬০০ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী।

    এবারের নির্বাচনে তুরস্কে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে বিদেশে অবস্থান করছেন প্রায় ৩০ লাখ ৪১ হাজার ভোটার। এর মধ্যে নতুন ভোটার প্রায় ২ লাখ ৭৮ হাজার ৮০০।

    এ ছাড়া দেশটিতে এ বছর সব মিলিয়ে নতুন ভোটারের সংখ্যা ৪৯ লাখ ৪ হাজার ৬৭২ জন। এই নতুন ভোটাররাই নির্বাচনে বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে। অপরদিকে মোট ভোটারের মধ্যে ৩ কোটির বেশি নারী।